top of page

স্মৃতিসৌধের সামনে কিছুক্ষণ ( পর্ব ১)

স্মৃতিসৌধের সামনে কিছুক্ষণ ( পর্ব ১ ) -ফারজানা মিতু

ডিসেম্বর মাস এলেই আমরা কেনো এখানে আসি, বাবা? আমরা আসি আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের কাছে, যাদের রক্তের উপর আজ দাড়িয়ে আছি আমরা যাদের ত্যাগের উপর দাড়িয়ে আছি আমরা; বাবা, ওরা কেনো যুদ্ধ করেছিলো? ওরা কি পাগল ছিলো বাবা? হ্যা বাবা, ওরা আসলেই পাগল ছিলো তাই জানতো না মাথা নিচু করে দাড়াতে ওরা পাগল ছিলো বলেই ওদের মায়েরা ওদের বেঁধে রাখতে পারেনি, ওরা পাগল ছিলো বলেই রাতের আঁধারে ঘর ছেড়ে ছিলো... বাবা, তুমিও তো বোলো আমি তোমার পাগল ছেলে তাইলে কি আমিও একদিন যুদ্ধে যাবো,বাবা? নিশ্চয়ই যাবে বাবা, এই দেশে দরকার তোর মতো লক্ষ পাগল ছেলে যারা আবারও বুঝিয়ে দেবে এই দেশ অনেক স্বপ্নে, অনেক রক্তে, অনেক অভিমানে নয় মাসের আত্মত্যাগে কেনা... সেই যুদ্ধ কবে হবে বাবা? যেদিন দেশ মায়ের বুকে আবার হানা দেবে শত্রুরা আবারও হানা দেবে হায়নারা, আমি তোকে সেদিন অপরাজেয় বাংলার সামনে দাড়িয়ে মুক্তিসেনার বেশে সাজিয়ে দেবো... সত্যি দেবে বাবা? হ্যা বাবা...।।

Recent Posts
Featured Posts
Search By Tags
No tags yet.
bottom of page